ফজলে আজিম জুয়েল |
২০১৭ ও ২০১৮ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য ২৮টি বিভাগে বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ প্রদানের ঘোষণা করেছে সরকার। ৭ নভেম্বর, বৃহস্পতিবার বিকেলে তথ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
২০১৭ সালের প্রামাণ্যচিত্র বিভাগে শ্রেষ্ঠ পুরস্কার পান বাংলাদেশ টেলিভিশনের নির্বাহী প্রযোজক ফজলে আজিম জুয়েল। বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মিত প্রামাণ্যচিত্র "বিশ্ব আঙিনায় অমর একুশে" এর জন্য তিনি এ পুরস্কার পান।
প্রামাণ্য চিত্র ছাড়াও নিয়মিত নাটক নির্মান এবং বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান রক এন রোলস্, বিটিভি আনপ্লাগড্ সহ বিভিন্ন অনুষ্ঠান প্রযোজনা ও পরিচালনার জন্য তিনি সুনাম অর্জন করেছেন। বিটিভিতে এর আগে ১৯৮২ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন জনাব ম হামিদ। এর ৩৫ বছর পেলেন নোয়াখালির কৃতি সন্তান ফজলে আজিম জুয়েল।