সর্বশেষ

নোয়াখালীতে তথ্য অধিকার বিষয়ে মতবিনিময় সভা

তথ্য অধিকার বিষয়ে সরকারি কর্মকর্তাদের সংবেদনশীল করার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার নোয়াখালী কবিরহাট উপজেলা কমপ্লেক্সে এক সচেতনী সভা অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংগঠন আর্টিকেল ১৯ এর সহায়তায় সুপ্র ও পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মোক্তাদের। সভায় স্বাগত বক্তব্য রাখেন পার্টিসিপেটরি রিসার্চ এন্ড এ্যাকশন নেটওয়াক-প্রান’র নির্বাহী প্রধান নুরুল আলম মাসুদ।
সোন্দলপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহিমের সভাপতিত্বে সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা আলোচনায় অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, সরকারি সেবা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে জনগণের জন্য প্রয়োজনীয় ন্যূনতম তথ্য উন্মুক্ত করে দিতে হবে। এছাড়া তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য প্রাপ্তি সহজতর করতে সরকারি দপ্তরসমূহে তথ্য ভান্ডার গড়ে তোলা ও এ বিষয়ে সরকারি কর্মকর্তার সামর্থ্য বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.