মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
প্রচণ্ড শীত ও ঘন কুয়াশায় নোয়াখালীতে হতদরিদ্র মানুষ চরম দুর্ভোগে
গত কয়েক দিনের প্রচণ্ড শীত ও ঘন কুয়াশায় নোয়াখালীর জনজীবনে দুর্ভোগ বেড়ে চলছে। সীমাহীন দুর্ভোগের মধ্যে রয়েছে জেলার উপক’লীয় দক্ষিণাঞ্চলের বিভিন্ন দ্বীপ ও দুর্গম চরে বসবাসরত হতদরিদ্র মানুষগুলো। ঘূর্ণিঝড় আইলার আঘাতে লণ্ডভন্ড হয়ে যাওয়া এসব এলাকার সহায় সম্বলহীন মানুষগুলো একতো ঘরবাড়ি সবকিছু হায়িয়ে আধমরা হয়ে বেঁছে আছে। এরই মধ্যে প্রচণ্ড শীতের হানা তাদের কাছে এ যেন মরার উপর খাড়ার খাঁ।
নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের সদস্য তাজুল ইসলাম জানান, গত কয়েক দিনের প্রচণ্ড শীতে এ দ্বীপের কৃষি ও মৎস্যজীবী ২০ হাজার মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। শিশু ও বৃদ্ধদের মধ্যে দেখা দিয়ে ঠাণ্ডাজনিত নানা রকম রোগব্যাধী। ঘূর্ণিঝড় আইলার অনেকের ঘরবাড়ি বিধবস্ত হয়ে যাওয়ায় তারা এখন রেডক্রিসেন্টের দেয়া তাঁবুর নিচে কোনমতে জীবন যাপন করছে। অন্যদিকে প্রচণ্ড শীতের সাথে ঘন কুয়াশার কারণে গভীর সাগরে জেলেদের ট্রলার নিয়ে মাছ ধরতে যেতেও অসুবিধা হচ্ছে বলে জানান এ দ্বীপের মিরাজ মাঝি। হাতিয়া, সুবর্নচর ও কোম্পানীগঞ্জ উপজেলার বয়ার চর, চর লঙ্গলিয়া, চর এলাহী, চর মজিদ, চর লেংকটা, চর বলুয়াসহ বিভিন্ন দুর্গম চরাঞ্চল ও দ্বীপ এলাকার কয়েক লাখ হতদরিদ্র মানুষ প্রচণ্ড শীতে সীমাহীন দুর্ভোগের মধ্যে রয়েছে। সদর উপজেলার কিল্লার চর, লালানগর ও দত্তের হাটের জেলে পাড়া, জেলা শহরের ভুলুয়া কলোনি, পূর্ব মহুদুরী খালপাড় বস্তি, সুইপার কলোনি, চৌমুহনীর মুচিপাড়াসহ বিভিন্ন বস্তি এলাকার মানুষ শীতে নানা রকম রোগে ভুগছে।
ঘন কুয়াশার কারণে সোনাপুর, মাইজদী, চৌমুহনী থেকে ঢাকা, চট্রগ্রামগামী ভোর বেলার বাস সার্ভিসগুলো বিলম্বে পৌচছে। হাতিয়ার সাথে সাথে জেলা সদরের সিট্রাক চলাচল ও হাতিয়া ঢাকা, চট্রগ্রাম লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাত শাখার শিশু শিক্ষার্থীদের নিয়ে বিপাকে পড়ছেন তাদের অভিভাবকরা।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।