মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মূছাপুর ৭নং ওয়ার্ড রেগুলেটর এলাকায় জলদস্যু বাহিনী চোরাই গরু জবাই করে প্রতি কেজি গরুর মাংস ১শটাকা দরে বিক্রি করে আসছে। প্রতিদিন সকালে উপজেলার বামনী বাজার, বাংলাবাজার, বজু মিয়া চৌধুরীরহাট, চাপ্রাশিরহাট, বসুরহাটের কশাইরা সিএনজি যোগে রেগুলেটর এলাকা থেকে জলদস্যুদের কাছ থেকে প্রতিকেজি ১শ টাকা দরে মাংস কিনে নিয়ে এসব বাজারে বিক্রি করে থাকেন।
দক্ষিণ মুছাপুর এলাকার মোস্তফা মিয়ার ছেলে বেলায়েত হোসেন রেগুলেটরের নাইট গার্ট সূত্র থেকে জানাযায়, গত কয়েকদিনে আবুল কালাম সারেং এর ৩টা গরু, ছায়দল হকের ২টা গরু জলদস্যু বাহিনীর লোকেরা গোয়াল ঘর থেকে নিয়ে যায়। এছাড়া সোনাগাজীর চরদরবেশ, চরশাহবিকারী, সন্দ্বীপের উড়ির চর এলাকা থেকে শতাধিক জলদস্যু বাহিনীর লোকেরা বিভিন্ন খামার ঘর থেকে গরু, মহিষ ও ভেড়া ট্রলার যোগে মুছাপুর রেগুলেটরে নিয়ে আসে। ওই গরু বাজারে বিক্রি করতে গেলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা মামলায় পড়তে হয়। এ জন্য জলদস্যু বাহিনীর লোকেরা প্রতিদিন ২-৩টি গরু মহিষ জবাই করে প্রতি কেজি ১শ টাকা দরে স্থানীয় লোক ও কশাইদের কাছে বিক্রি করে আসছে। অনেকে বিভিন্ন অনুষ্ঠানের মাংসের জন্য সাশ্রয় মূল্যে পাওয়ার জন্য রেগুলেটার এলাকা থেকে সংগ্রহ করে থাকেন।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।