মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
নোয়াখালীতে অগ্রনী ব্যাংক লিমিটেডের ইসলামী ব্যাংকিং উইন্ডো উদ্বোধন
নোয়াখালীতে অগ্রনী ব্যাংক লিমিটেডের মাইজদী কোর্ট শাখায় ইসলামী ব্যাংকিং উইন্ডো-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ব্যারিষ্টার জাকির আহমদ আনুষ্ঠানিকভাবে ওই কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের মহাব্যবস্থাপক (মাসব্যউ) একেএম মুজিবুর রহমান, কুমিলা অঞ্চল প্রধান কাজী জাহাঙ্গীর আলম, নোয়াখালী পুর্ব ও পশ্চিম অঞ্চল প্রধান মো: বেলায়েত হোসেন ও মো: তোফাজ্জল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ এউপলক্ষে আয়োজিত এক গ্রাহক সমাবেশ বক্তব্য রাখেন।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।