৭০ মিনিটের খেলায় চরকাঁকড়া ইউনিয়নের খেলোয়াড় সাইদুল ১৬মিনিটের মাথায় প্রথম গোলের সুচনা করে। এরপর খেলার ২৫ মিনিটে সাহেদ ২য় গোল, ৩৪মিনিটে সাহেদ ৩য় গোল, ৩৮মিনিটে নাইজেরিয়ার খেলোয়াড় ডোলে ৪র্থ গোল, ৫৭মিনিটে সাহেদ ৫ম গোল, ৫৮মিনিটে কামরান ৬ষ্ঠ গোল ও ৬৪মিনিটে নাইজেরিয়ার খেলোয়াড় মেক্সি ৭ম গোল করে। সাহেদ ৩টি গোল করে হেট্টিক ও ভালো খেলোয়াড় হিসাবে ম্যান অব দ্যা ম্যাচ দেওয়া হয়। খেলায় নাইজেরিয়ার ৬জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
এই সময় উপস্থিত ছিলেন, খেলা পরিচালনা কমিটির সদস্য হাজী আবুল খায়েরে, আব্দুল খালেক ভূঞা, সাহেব আলী চৌধুরী মঞ্জু, চরকাঁকড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশারেফ হোসেন বাহার, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান বাদল, বসুরহাট দোকান মালিক সমিতির সভাপতি শামসের হোসেন হেলাল, আনোয়ারুল হক মিন্টু, গোলাম ফারুক খোকন, গোলাম মর্তুজা কবির, গিয়াস উদ্দিন রিপন, মিল্টন, মিয়াসা প্রমূখ।
- মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ