মোঃ শরফুদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ থেকে:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নানা সমস্যা জর্জরিত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক দিনে জনবল সংকট অপর দিকে চাহিদার তুলনায় সরকারি ঔষধ সরবরাহ কম দেয়া হচ্ছে। এছাড়া কর্মরত ডাক্তার ও কর্মচারীরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে প্রাইভেট প্র্যাকটিসে ব্যস্ত থাকেন। হাসপাতালে রোগী গেলে তাদেরকে ডাক্তারেরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে গিয়ে অপেক্ষা করতে বলেন। রোগীরা প্রাইভেট ক্লিনিকে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় ডাক্তারদের জন্য। হাসপাতালের রোগীদেরকে নিয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা ব্যবসা করে থাকেন। প্রাইভেট ক্লিনিকে রোগী পাঠালে ৩৫-৪০% কমিশন পেয়ে থাকেন তারা। হাসপাতালের ক্লার্ক, পিয়ন, ক্লিনার, সুইপাররা প্রাইভেট ক্লিনিকের শেয়ার হোল্ডার হাসাপাতালের রোগী নিয়ে কর্তব্য রত কর্মচারীরা রীতি মত টানা হেছড়া করেন। তাদের পছন্দের ক্লিনিকে ভর্তি করার জন্য। হাসপাতালের ময়লা আবর্জনার দুগন্ধ। রোগীরা হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য গিয়ে আরো রোগী হয়ে যায়। হাসপতালের একটি মাত্র জেনারেটর দীর্ঘ ৭ বছর ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে। বিদ্যুৎ চলে গেলে রোগীরা মোম জ্বালিয়ে জেনারেটরের বিকল্প ব্যবহার করে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, মোঃ ছালা উদ্দিন শরীফ জানান, বিগত সরকারের সময় ২৪ বেডের হাসপাতালকে সাড়ে ৫ কোটি টাকা ব্যায়ে আধুনিক ভবন করে ৫০ শয্যায় উন্নীত করা হয়। ৫০ শয্যা বেডের হাসপাতাল হলেও ৩১ শয্যা বেডের চিকিৎসা উপ-করণ সরবরাহ দেয়া হচ্ছে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান। ৫০ টি সৃষ্ট পদের ১০৪ জনের কর্মকর্তা কর্মচারী থাকার কথা থাকলেও আছে মাত্র ৫৩জন, ৫১জনের পদ শূণ্য রয়েছে। শূণ্য পদের মধ্যে, জুনিয়র কনসাটেন্ট সার্জন (সার্জারী) ১ জন, জুনিয়র কনসাটেন্ট সার্জন (মেডিসিন) ১ জন, জুনিয়র কনসাটেন্ট সার্জন (এনেন্থেসিয়া) ১জন, জুনিয়র কনসাটেন্ট সার্জন (চক্ষু) ১ জন, জুনিয়র কনসাটেন্ট সার্জন (অর্থো) ১জন, জুনিয়র কনসাটেন্ট সার্জন (উপ- স্বাস্থ্য কেন্দ্র) এমও ১ জন, অফিস সহকারী ৩ জন, পরিসংখ্যান বিধ ১ জন, ভান্ডর রক্ষক ১জন, কাডিও গ্রাফস, ১জন, মেডিসিন টেকনোলচি ল্যাব, ১জন, কম্পিউটার ১জন, মেডি টেক ফিজিও ১ জন, যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্র সহকারী ১জন, স্বাস্থ্য সহকারী ১৭ জন, ল্যাব এটেন্ডেন্ট ১জন, ওটিবয় ১জন, ইর্মাজেন্সী ১ জন, সিষ্টার গার্ড ১জন, এমএলএসএস ২জন, সুইপার ২জন, বাগান মালি ১ জন।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।