সর্বশেষ

কোম্পানীগঞ্জে ডিবিএইচ গোল্ডকাপ ফাইনালে জাগো বামনী জয়ী

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়র কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকেল ৪টায় ডিবিএইচ গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা জাগো বামনী চ্যাম্পিয়ান হয়। ৭০ মিনিটের নির্ধারিত খেলায় জাগো বামনী দলের খেলোয়াড় ইকবাল (৭নং) ৫৩ মিনিটের মাথায় ১টি গোল করে দলকে এগিয়ে নেয়। শর্ত চেষ্টা করেও চরকাঁকড়া একাদশ জাগো বামনীর দেয়া গোল পরিশোধে করতে পারেনি। খেলার মাঠে প্রায় ৬০হাজার দর্শক এ গোল্ডকার্প ফুটবল ফাইনাল খেলা উপভোগ করে।
দু’দলের জাতীয় দলের খেলোয়াড ও নাইজেরিয়ান খেলোয়াড়েরা অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ের খেলায় দু’দলের খেলোয়াড়েরা প্রাণে প্রণে মাঠে লড়াই করেছে। খেলা শেষে বিজয়ীদের হাতে  গোল্ডকার্প ট্রপি ও মানি প্রাইজ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, ডিবিএইচ গ্রুফের চেয়ারম্যান কাজী এম এ করিম বেলাল, সাবেক পৌর চেয়ারম্যান আবদুল কাদের মির্জা, হাজী আবুল খায়ের, আবদুল খালেক ভুইয়া, হানিফ পাটোয়ারী, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান বাদল, বসুরহাট দোকান মালিক সমিতির সভাপতি শামসের হোসেন হেলাল, সাহেব আলী চৌধুরী মঞ্জু, আনোয়ারুল হক মিন্টু, গোলাম ফারুক খোকন, গোলাম মর্তুজা কবির, গিয়াস উদ্দিন রিপন, মিল্টন, মিয়াসা প্রমূখ

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.