মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
আমারদেশ বন্ধের প্রতিবাদে নোয়াখালীতে সংবাদকর্মীদের মানববন্ধন ও সমাবেশ
দৈনিক আমারদেশ বন্ধের প্রতিবাদে বৃহস্পতিবার নোয়াখালীতে সাংবাদিকরা মানববন্ধন, মৌন মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। সকাল ১০টায় টাউন হলের মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে জেলায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। এরপর একটি মৌন মিছিল জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে কালেক্টরেট ভবন হয়ে নোয়াখালী প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। প্রেসক্লাব মিলনায়তনে প্রেস ক্লাবের সভাপতি আলমগীর ইউসুফের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক মেজবা উল হক মিঠু, মনিরুজ্জামান চৌধুরী, ফুয়াদ হোসেন, সাইফুল্লাহ কামরুল ।
বক্তাগন সাংবাদপত্র বন্ধকে স্বাধীন মতপ্রকাশ ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার জন্য প্রধান হুমকি হিসেবে অবিহিত করে অবিলম্বে দৈনিক আমারদেশ সহ বন্ধ সকল মিডিয়া চালুর দাবি জানান।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।