সর্বশেষ

কোম্পানীগঞ্জে আইন শৃংখলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আইন শৃংখলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ ৩দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে গ্রামপুলিশগণের মাঝে সাটিফিকেট বিতরণ সোমবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সাটিফিকেট বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ শাখাওয়াত হোসেন।
প্রশিক্ষণ প্রদান করেন, জেলা প্রশাসক মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মানোয়ার হোসেন মোল্লা, উপজেলা প্রকৌশলী পাকরুস সাত্তার চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন প্রমূখ। উল্লেখ্য, ২টি ব্যাচে ৬৯জন গ্রাম পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 



  • মোঃ শরফুদ্দিন শাহীন

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.