সর্বশেষ

কোম্পানীগঞ্জে ইভটিজিংয়ে অভিযুক্তের ১লাখ টাকা জরিমানা, ২০ বেত্রদন্ড

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের কবি জসিম উদ্দিন স্কুলের নবম শ্রেণী ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে বুধবার রাতে চরকারী ৩নং ওয়ার্ডে স্থানীয় শালিশ বৈঠকে স্থানীয় শালিশদাররা অভিযুক্তের ১লাখ টাকা জরিমানা ও ২০ বেত্রদন্ড ধার্য্য করা হয়েছে। 
জানাগেছে, স্কুল চলাকালীন অবস্থায় মঙ্গলবার সকালে নবম শ্রেণী পারুলকে (১৫) একই এলাকার জিতু মাঝি বাড়ী প্রবাসী হুমায়ুন কবিরের ছেলে বখাটে জুয়েল (২২) স্কুলে গিয়ে ওই ছাত্রীকে ইভটিজিং করে। স্কুলের শিক্ষকরা বখাটে জুয়েলকে আটক করে। পরে তার অভিভাবক বিচারের প্রতিশ্রুতি দিয়ে জুয়েলকে ছাড়িয়ে নেয়। বুধবার রাত ৯টার সময় চরকালী ৩নং ওয়ার্ড জিতু মাঝির বাড়ীতে স্থানীয় ইউপি সদস্য ও শালিদাররা শালিশ বৈঠকে অভিযুক্ত বখাটে জুয়েলের ১লাখ টাকা জরিমানা ও ২০ বেত্রদন্ড ধার্য করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক তোলপাটের সৃষ্টি হয়। স্কুলের ছাত্র-ছাত্রীরা ইভটিজিংয়ের  বিরুদ্ধে ক্ষোভ এবং প্রতিবাদ জানায়। 



  • মোঃ শরফুদ্দিন শাহীন

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.