নোয়াখালীর চাটখিল উপজেলার পরানপুর গ্রামে রোববার রাতে যুবদল নেতাকে অপহরণ করতে গিয়ে গনপিটুনীতে মোঃ ইব্রাহিম ওরপে বেচু (৩০) নামে এক সন্ত্রাসী নিহত হয়। গনপিটুনীর শিকার সহিদ (২৯) ও মোঃ নাছির (৩০) নামে আরো দুই সন্ত্রাসীকে উদ্ধার করে পুলিশ নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, পাঁচ রাউন্ড গুলি ও দুইটি গুলির খোসা উদ্ধার করে। নিহত বেচুর বাড়ি লক্ষীপু জেলার রামগঞ্জ উপজেলার করপাড়া গ্রামে। আহত সহিদ ও মোঃ নাছিরের বাড়ি চাটখিলের শাহাপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, মোহাম্মদপুর ইউনিয়ন যুবদলের প্রাক্তন সভাপতি লিটন রাত ৮ টার দিকে পরানপুর গ্রামের বাড়ির সামনের চা-দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এসময় অপরিচিত এক যুবক কথা আছে বলে তাকে দোকানের বাইরে নিয়ে যায়। সেখানে কথা বলার সময় একটি সিএনজি চালিত অটোরিকশা থেকে আরো দুই যুবক এসে অস্ত্রেরমুখে লিটনকে তুলে নেয়ার চেষ্টা করে। এসময় লিটনের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এল সন্ত্রাসীরা গুলি ছুঢ়ে আতংক তৈরি করে। এক পর্যায়ে লোকজন মাইকে ঘোষনা দিয়ে চারদিক থেকে ঘিরে তিন সন্ত্রাসীকে অস্ত্রসহ ধরে ফেলে। এরপর গনপিটুনীতে ইব্রাহিম ঘটনাস্থলে মারা যায়। গনপিটুনীর শিকার সহিদ (২৯) ও মোঃ নাছির (৩০) নামে আরো দুই সন্ত্রাসীকে উদ্ধার করে পুলিশ নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, লিটনকে অপহরণ করতে এসে গনপিটুনীর শিকার হয়ে সন্ত্রাসী ইব্রাহিম মারা গেছে এবং তার দুই সহযোগী আহত হয়। এই ঘটনায় থানায় অস্ত্র, হত্যা, অপহরণের পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
প্রধান পাতা
চলতি সংবাদ
চাটখিলে যুবদল কর্মীকে অপহণের চেষ্টাকালে গনপিটুনীতে ১ সন্ত্রাসী নিহত, ২ জন আহত, অস্ত্র ও গুলি উদ্ধার
চাটখিলে যুবদল কর্মীকে অপহণের চেষ্টাকালে গনপিটুনীতে ১ সন্ত্রাসী নিহত, ২ জন আহত, অস্ত্র ও গুলি উদ্ধার
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।