সর্বশেষ

নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজে সমাজ বিজ্ঞান বিভাগে তালা শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

 শ্রেণীকক্ষ ও শিক্ষক সংকটের সমাধানের দাবিতে বুধবার নোয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সমাজ বিজ্ঞান বিভাগে তালা দিয়ে শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট পালন করে। সমাজ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কায়সার হামিদ রকি জানান, তাদের বিভাগে পনেরশ ছাত্রছাত্রীর জন্য মাত্র একজন শিক্ষক ও একটি শ্রেণীক্ষ রয়েছে। ঐ একজন শিক্ষই আবার বিভাগীয় চেয়ারম্যান হিসেবে দাপ্তরিক নানা কাজে ব্যস্ত থাকায় ছাত্রছাত্রীদের ক্লস হয়না বললেই চলে। অন্যদিকে কলেজের অন্যান্য বিভাগের ন্যায় সমাজ বিজ্ঞান বিভাগের বারান্দায় কোন গ্রিল না থাকায় প্রায়ই বই খাতা বাইরে পড়ে যায়। এসব সমস্যার কথা একাধিক বার কলেজর অধ্যক্ষকে জানানোর পরও তিনি কোন ব্যবস্থা না নেয়ায় নিরূপায় হয়ে শিক্ষার্থীরা
আন্দোলনে নামেন। শিক্ষার্থীরা জানায়, দাবি না মানা পর্যন্ত তারা ক্লাস বর্জন অব্যাহত রাখবে।
এব্যাপারে নোয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. নিমায় চাঁদ বিশ্বাস জানান, শিক্ষার্থীদের সমস্যার কথা তিনি উপরে অবহিত করেছেন। তাছাড়া অস্থায়ীভাবে সমাজ বিজ্ঞান বিভাগে ৩ জন শিক্ষক ক্লাস নিয়ে থাকেন।
অন্যদিকে বিভাগীয় চেয়ারম্যান লুৎফুর রহমান সমাজ বিজ্ঞান বিভাগে একজন শিক্ষক থাকার কথা স্বীকার করে জানান, এনিয়ে কলেজ কর্তৃপক্ষ কাজ করছেন।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.