নোয়াখালীর চৌমুহনী সরকারি এস এ কলেজে বৃহস্পতিবার ছাত্রলীগ ও ছাত্রদল কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে কর্তৃপক্ষ আগামী ১১ জুলাই পর্যন্ত কলেজ বন্ধ ঘোষনা করে। আহতদের মধ্যে ইমন (২৪), খোরশেদ (২৩) আনিছ (২২), আজিজ (২০), জনি (২০), আজিম (২০) ও সজিবকে (১৮) বেগমগঞ্জ সরকারি হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২ টার দিকে একাদ্বশ প্রথম বর্ষের নবাগত ছাত্র-ছাত্রীদেরকে শুভেচ্ছা জানিয়ে ক্যাম্পাসে ছাত্রলীগ একটি মিছিল বের করে। এরপর পরই ছাত্রদলও নবাগত ছাত্র-ছাত্রীদেরকে শুভেচ্ছা জানিয়ে মিছিল বের করে। এসময় ছাত্রলীগ কর্মীরা তাদেরকে প্রথমে মিছিলে বাধা প্রদান করে। এতে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দ’ুপক্ষের মধ্যে প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের মোট ১২ জন আহত হয়।
কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন চৌধুরী অভিযোগ করেনÑ তাঁরা শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করেন। কিন্তু ছাত্রদল কর্মীদের মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আপত্তিকর শ্লোগানের প্রতিবাদ করায় ছাত্রদল কর্মীরা হামলা চালিয়ে ছাত্রলীগের৭-৮ জন কর্মীকে আহত করে।
বেগমগঞ্জ থানার ওসি আবদুর রব জানান, ছাত্রদলের আপত্তিকর শ্লোগানকে কেন্দ্র করেই ঘটনার সুত্রপাত। এসময় ইটের আঘাতে দুই পক্ষেরই কয়েকজন আহত হয়।
কলেজের অধ্যক্ষ কুজ্ঞলাল কর্মকার জানান- উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা ও নিরাপত্তার কথা চিন্তা করে কর্তৃপক্ষ আগামী ১১ জুলাই পর্যন্ত কলেজ বন্ধ ঘোষনা করেছে।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
প্রধান পাতা
চলতি সংবাদ
১১ জুলাই পর্যন্ত কলেজ বন্ধ ঘোষনা - চৌমুহনী সরকারি কলেজে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে আহত ১২
১১ জুলাই পর্যন্ত কলেজ বন্ধ ঘোষনা - চৌমুহনী সরকারি কলেজে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে আহত ১২
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।