সর্বশেষ

নোয়াখালীতে স্কুল ছাত্র জিহাদ হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

নোয়াখালীতে স্কুল ছাত্র জিহাদ হত্যা মামলায় আবদুল ওয়াদুদ মিঠু নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ সা.কা.ম আনিসুর রহমান খানের আদালত এ দণ্ডাদেশ ঘোষনা করেন। মামলাটিতে রাষ্ট্র পক্ষের আইনজীবী পিপি এটিএম মহিব উল্যাহ জানান, ২০০৯ সালের ১৩ জানুয়ারি বেগমগঞ্জ উপজেলার বালুচরা কিন্টার গার্টেনের কেজি টু শ্রেণীর ছাত্র জিহাদ তার ভাই দিদানসহ স্কুলে যাবার পথে একই বাড়ির আবদুল ওয়াদুদ মিঠু দুই পরিবারের মধ্যে বিরোধের জের ধরে জিহাদকে ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করে। ঘনটাস্থল থেকে মুমূর্ষ অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। ঘটনার দিন জিহাদের চাচা কামাল উদ্দিন ইয়াসিন বাদী হয়ে আবদুল ওয়াদুদ মিঠুকে আসামি করে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ রংপুর থেকে মিঠুকে গ্রেপ্তার করে আদালতে চার্জসিট দাখিল করে। আদালত দীর্ঘ শুনানীর পর সাক্ষ প্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত আবদুল ওয়াদুদ মিঠুকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর এবং ৫ হাজার টাকা জরিমানার আদায়ের আদেশ দেন।
নিহত জিহাদ বেগমগঞ্জের আলাইয়ারপুর ইউনিয়নের সৌদি প্রবাসী সিরাজুল ইসলামের বড় ছেলে। 

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.