সর্বশেষ

নোয়াখালীতে এনসিটিএফ'র বার্ষিক কর্মপরিকল্পনা কর্মশালা


নোয়াখালীতে ন্যাশনাল চিল্ড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক দুই দিনব্যাপি কর্মশালা গতকাল সমাপ্ত হয়েছে। সেভ দ্য চিল্ড্রেন অস্ট্রেলিয়ার সহযোগিতায় বিআরডিবি মিলনায়তনে কর্মশালাটির আয়োজন করে জেলা শিশু একাডেমী ও উন্নয়ন সংস্থা এনআরডিএস।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ফৌজিয়া সুলতানার সভাপতিত্বে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপিকা শিরিন আক্তার, সদস্য সচিব এমদাদ হোসেন কৈশোর, সাংবাদিক জামাল হোসেন বিষাদ, উন্নয়ন কর্মী নাছিমা মুন্নী, শহীদুল ইসলাম মুকুল,এনসিটিএফ'র জেলা শাখার সভাপতি মুনিয়া।

কর্মশালায় শিশু অধিকার বাস্তবায়নের লক্ষ্যে এনসিটিএফ এর নোয়াখালী জেলা শাখার সদস্যরা আগামী এক বছরের জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করে নাগরিক সমাজের মতামতের ভিত্তিতে তা চূড়ান্ত করে।
  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.