নোয়াখালীর সেনবাগে গ্রামের দুস্থ্য নারীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে স্বালম্ভি করে তোলার উদ্যোগ নিয়েছে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ। কোন রকম সরকারি সাহায্য সহযোগীতা ছাড়াই ব্যতিক্রমধর্মী এ উদ্যোগকে এগিয়ে নিতে ইউনিয়ন পরিষদের পাশে দাঁড়িয়েছেন এলাকার বিত্তবানরা।
ইতোমধ্যে ইউনিয়নের ৩৮০ জন সহায় সম্ভলহীন দুস্থ্য নারীকে তিন মাসব্যাপী চারটি ব্যাচে সেলাই বিষয়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষ্য করে তোলা হয়েছে। জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম গত সোমবার সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত এসব দুস্থ্য নারীর মাঝে সনদপত্র এবং ১০ জন নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরন করেন।
এ উপলক্ষ্যে অয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম। মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আমিনুল ইসলাম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পাশা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বেগম শামীমা ফেরদৌস, সহকারী কমিশনার(ভূমি) ফাতেমাতুজোহরা, উপজেলা ভাইস চেয়াম্যান শাহীন আক্তার কানন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুর রহিম ও কল্যান্দী কিণ্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা সাহাব উদ্দিন।
মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান জানান, প্রশিক্ষণপ্রাপ্ত ৩৮০ জন দুস্থ্য নারীর প্রত্যেককে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন দেয়া হবে। পাশাপাশি আগামীতে এ কার্যক্রমের মাধ্যমে ইউনিয়নের সব দুস্থ্য নারীদের স্বালম্ভী করে তোলা হবে।
এরপর জেলা প্রশাসক মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ তথ্যসেবা কেন্দ্র থেকে ইউনিয়নের লোকজন বিনামূল্যে স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ প্রয়োজনীয় তথ্য সহায়তা নিতে পারবেন।
- আবু নাছের মঞ্জু