সর্বশেষ

নোয়াখালীতে মেশিন রিডএবল পাসপোর্ট কার্যক্রম শুরু

নোয়াখালীতে বহু প্রতিক্ষিত মেশিন রিডেবল পাসপোর্ট কার্যক্রম শুরু করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সচিব আব্দুস সোবহান শিকদার বুধবার দুপুরের বেগমগঞ্জ উপজেলার গাবুয়ায় অবস্থিত নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক আবদুল মাবুদ পিপিএম, এমআরপি-এমআরডি প্রকল্পের পরিচালক মেজর জেনারেল কেফায়েত উল্যাহ, পুলিশ সুপার হারুনুর রশিদ হাযারী, নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ পরিচালক আবু সাঈদ।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান শিকদার বলেন- দেশে ৫২৬ কোটি টাকা ব্যয়ে ৫ বছরের জন্য মেশিন রিডেবল পাসপোর্ট কার্যক্রম শুরু করা হয়েছে। এর মধ্যদিয়ে পাসপোর্ট নিয়ে জাল জালিয়াতির কোন রকম সুযোগ থাকবে না। এতেকরে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশেরর ভাবমূর্তি বৃদ্ধি পারে। তিনি বলেন- আমরা পরীক্ষামূলকভাবে এমআরপি কার্যক্রম শুরু করেছিলাম। ইতোমধ্যে দেশে প্রায় ৯০ হাজার মেশিন রিডেবল পাসপোর্ট দেয়া হয়েছে। এখন পর্যন্ত এ কার্যক্রমের কোন দ্রুটি ধরা পড়েনি। এনিয়ে বিদেশ থেকেও কোন অভিযোগ পাওয়া যায়নি। স্বরাষ্ট্র সচিব বলেন-শুধু দেশের অভ্যšরে নয়, পর্যায়ক্রমে বিদেশে বাংলাদেশের দূতাবাস সমূহেও মেশিন রিডেবল পাসপোর্ট কার্যক্রম চালু করা হবে।


  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.