সর্বশেষ

কলেজ ছাত্রীর আপত্তিকর ভিডিও ফুটেজ ছাড়নোর ঘটনায় বসুরহাট মুজিব কলেজে ছাত্রলীগের ৫ কর্মী বহিস্কার

নোয়াখালীর বসুরহাট সরকারি মুজিব কলেজের এক ছাত্রীর আপত্তিকর ভিডিও ফুটেজ ছড়ানোর ঘটনায় ছাত্রলীগের ৫ কর্মীকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত ছাতলগী কর্মীরা হলেন-সজল, জাবেদ, রকিম, তারিন ও আবদুল্লাহ।

কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক লুৎফুর রহমান মিন্টু এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার রাতে ছাত্রলীগের জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তিনি জানান, ঐ সভায় ছাত্রলীগের কোম্পানীগঞ্জ উপজেলা, বসুরহাট সরকারি কলেজ ও বসুরহাট পৌর  শাখার নেতারা উপস্থিত ছিলেন। মিন্টু জানান, এ ঘটনার প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি অভিযুক্ত ৬ শিক্ষার্থীকে কলেজ থেকে বহিস্কারের সুপারিশ করে।
তবে এ বিষয়ে কথা বলার জন্য কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন ভূঞার ব্যক্তিগত মোবাইল ফোনে(০১৬৭১৬৮৩৬৩৬) একাধিক বার কল করেও সাড়া পাওয়া য়ায়নি।

বসুরহাট সরকারি মুজিব কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর আপত্তিকর ভিডিও ফুটেজ বিভিন্ন মোবাইল ফোন ও অনলাইনে ছাড়ানোকে কেন্দ্র করে সোমবার দুপুরে বসুরহাট সরকারি মুজিব করেজে ছাত্রলীগের দুই গ্র“পের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের ৫ জন আহত হয়। আহতরা হলেন-সজল, জাবেদ, নোমান, তারিন, আবদুল্লাহ। খবর পেয়ে বসুরহাট পৌরসভার সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের নেতা আবদুল কাদের মির্জা পুলিশসহ ক্যাম্পাসে যান। পরে পুলিশ ছাত্রলীগ কর্মী জাবেদ ও তারিনকে ঘটনাস্থল থেকে আটক করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সরকারি মুজিব কলেজের ছাত্রলীগ কর্মী রকি, সজল, রাকিব, ফয়সালসহ আরও কয়েকজন ছাত্র দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর আপত্তিকর ভিডিও ফুটেজ ২৬ অক্টোবর বিভিন্ন মোবাইল ফোন ও অনলাইনে ছেড়ে দেয়।  এ ভিডিও ফুটেজ প্রকাশের পর থেকে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়। কলেজের এক শিক্ষক এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ ইংরেজির প্রভাষক আল বেরুণী, রসায়নবিদ্যার প্রভাষক আবদুল কাদের ও বাংলার প্রভাষক অশ্র“মনি সাহাকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করে।
সোমবার সকালে ওই ঘটনাকে কেন্দ্র করে কলেজে ছাত্রলীগ নেতা নোমান গ্রুপ সজলকে ভিডিও ফুটেজের জন্য দায়ী করে কলেজ ক্যাম্পাসে মারধর করে। পরে ছাত্রলীগ নেতা সজল গ্রুপ সংগঠিত হয়ে নোমান গ্রুপের সাথে সংর্ঘর্ষ লিপ্ত হয়। এক পর্যায়ে কলেজ কর্তৃপক্ষ আওয়ামী লীগ নেতাদেরকে খবর দিলে সাবেক পৌর চেয়ারম্যান আবদুল কাদের মির্জা পুলিশ নিয়ে কলেজ ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.