সর্বশেষ

দুই’শ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে নোয়াখালী ফাউন্ডেশন

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুইশ মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করেছে নোয়াখালী ফাউন্ডেশন।  নোয়াখালীর ৯টি উপজেলার ৫০টি বিদ্যালয় ও মাদ্রাসার চতুর্থ থেকে দশম শ্রেণীর বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ৭শ থেকে এক হাজার ৩শ টাকা করে এককালীন এ বৃত্তি প্রদান করা হয়।  সোমবার দুপুরে শিল্পকলা একাডেমি মিলনায়নে জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা ও সনদপত্র বিতরন করে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী সলিমুল্যাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুভন বড়ুয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ বেলাল উদ্দিন কিরন, জেলা জজ আদালতের পিপি এডভোকেট এটিএম মহিব উল্যাহ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মিলন।


প্রসঙ্গত: নোয়াখালী ফাউন্ডেশন ১৯৯০ সাল থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে নিয়মিত বৃত্তি প্রদান করে আসছে।



  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.