মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
প্রধান পাতা
চলতি সংবাদ
নোয়াখালীতে হাসানুল হক ইনু এমপি: বিজয় ধরে রাখতে হলে মহাঐক্যকে সক্রিয় ও দৃশ্যমান করতে হবে
নোয়াখালীতে হাসানুল হক ইনু এমপি: বিজয় ধরে রাখতে হলে মহাঐক্যকে সক্রিয় ও দৃশ্যমান করতে হবে
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন-আমরা মুক্তিযোদ্ধারা মানুষ হত্যা করিনা। একাত্তরে যুদ্ধের মাঠে আমরা মুক্তিযোদ্ধারা পশু হত্যা করেছিলাম। যে পশুরা বাংলার স্বাধীনতা কেড়ে নেয়ার চেষ্টা করেছিল, মানুষকে হত্যা করেছিল। সেই পশুদের বংশধর গোলাম আযম নিজামী গংরা স্বাধীনতার ৪০ বছরেও মানুষ হলোনা। তারা মানুষের রগকাটে, গলাকাটে, পেছন থেকে ছোবল মারে, মানুষ হত্যা করে, চক্রান্ত-ষড়যন্ত্র করে, বোমা মারে, শহীদ মিনার ভেঙ্গে ফেলার চেষ্টা চালায়, বাংলাদেশের ঐতিহ্যের গায়ে আগুন লাগায়। ওরা রেজিষ্ট্রার্ড দালাল। ওদের শেকড় বিদেশে। এই পশুদের একাত্তরে আমরা ক্ষমা করিনি। এখনো ক্ষমা করবোনা।
রোবিবার রাতে নোয়াখালী জেলা শহরের মুক্তিযুদ্ধের বিজয় মঞ্চে ‘মক্তিযুদ্ধ একটি অসমাপ্ত বিপ্লব’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি মিয়া মোহাম্মদ শাহজাহান, সোনাপুর কলেজের অধ্যক্ষ প্রদীপ নারায়ন সাহা। এসময় মঞ্চে জাসদের উপদেষ্ঠা সলিম উল্লা, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান, জেলা শাখার সাধারন সম্পাদক অ্যাডভোকেট আজিজুল হক বকষি উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু বলেন-২০০৮ সালের নির্বাচনে স্বাধীনতা বিরোধী শক্তি পরাজিত হলেও ওরা এখনো মাঠ ছাড়েনি। তাই মহাজোটের ছাতাতলে যারা এখনো এদিক ওদিক করছেন তাদের সতর্ক করছি-এটা এদিক ওদিক করার সময় নয়, একলা চলার সময় নয়, নিজেদের আখের গোছানোর সময় নয়, দলবাজি, টেণ্ডাবাজি, চাঁদাবাজির সময় নয়, এটা বাংলাদেশের পতাকাকে চীরদিনের জন্য নিরাপদ করার সময়।
তিনি বলেন-বাংলার মানুষ বার বার বিজয় এনে দেয়। রাজনীতিবীদরা বিজয় হাতছাড়া করে ফেলে। কিন্তু এবার বিজয় হাতছাড়া করলে চলবে না। এবার জঙ্গিবাদ-সা¤প্রদায়িক শক্তি বিষদাঁত ভেঙ্গে দিতে হবে, তাদের আস্তানা গুড়িয়ে দিতে হবে, মহাঐক্যকে সক্রিয় ও দৃশ্যমান করতে হবে, মহাঐক্যকের ছাতার তলে মহাঐক্যকের নেতাকর্মীদের আশ্রয় দিতে হবে, একলা চলার ছোঁক পরিহার করতে হবে।
ছবি: নোয়াখালীতে মুক্তিযুদ্ধের বিজয় মঞ্চে বক্তব্য রাখছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি
নোয়াখালীতে ভ্রাম্যমান আদালতে মাদক
ব্যবসায়ীর ১ বছরের জেল
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জের আলাদীনগর গ্রামে আবদুল খালেক (৫৫) নামে এক ব্যক্তিকে মাদক বিক্রির অভিযোগে হাতেনাতে ধরে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরো ৩ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী মাহবুবুল আলম। সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের ওই কার্যক্রম চালানো হয়।
জানা গেছে, আলাদী নগর গ্রামের আবদুল খালে দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে বসে গাঁজাসহ বিভিন্ন মাদক দ্রব্যের ব্যবসা চালিয়ে আসছেন। গোপন সংবাদে এই খবর পেয়ে গতকাল দুপুর বারটার দিকে নোয়াখালী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ রাশেদুজ্জামান ম্যাজিষ্ট্রেটের সহায়তা নিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে বসত ঘর থেকে ২৫০ গ্রাম গাঁজা ও বিক্রির জন্য তৈরী করা বেশ কিছু গাঁজার ফুরিয়া উদ্ধার ও আবদুল খালেককে আটক করে। এর পর সেখানেই ভ্রাম্যমান আদালত বসিয়ে অভিযুক্তের বিরুদ্ধে জেল-জরিমানার আদেশ দেওয়া হয়। আদেশের পর আবদুল খালেককে গতকালই নোয়াখালী কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
আবু নাছের মঞ্জু
১৩.১২.২০১০
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।