সিলভা ফার্মাসিউটিক্যালস্’র প্ল্যান ম্যানেজার কামরুল আহসান জানান, বিকেল ৪টার দিকে জেলা শহর মাইজদীর হরিনারায়নপুর স্কুলের সমুখস্থ ফ্যাক্টরীর ৩য় তলায় কেমিক্যাল পিউরিফাইন রুমে হট এয়ার ড্রায়ার মেশিন থেকে যান্ত্রিক ত্রুটি অথবা অপারেটিং সিস্টেমের কারনে মেশিনের ভেতর আগুনের সূত্রপাত হয়।
স্বল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ড্রায়ার মেশিন, হট এয়ার ড্রায়ার, মাল্টিপল মেশিন, ড্রাই সিরাপ ফিলিং মেশিন ও ক্যাপসুল ফিলিং মেশিনগুলো পুড়ে ছাঁই হয়ে যায়। এসময় শ্রমিকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
নোয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইউছুফ কবির জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ফার্মাসিউটিক্যালস্ কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ দেড় কোটি টাকা দাবী করলেও ফায়ার বিগ্রেড’র ষ্টেশন অফিসার ইউসুফ কবির ক্ষতির পরিমান এক কোটি টাকার বেশি হবেনা বলে জানান।
- আবু নাছের মঞ্জু