নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে ছাত্রদলের ৩২তম প্রতিষ্ঠা উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১১টায় জেলা ছাত্রদলের একটি বর্ণাঢ্য র্যালি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
বেলা ১২টায় বিআরডিবি মিলনায়তনে বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. শাহজাহান আনুষ্ঠানিকভাবে ছাত্রদরের জম্মদিনের কেক কাটেন। এরপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. শাহজাহান সন্ত্রাস, নৈরাজ্য এবং সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে ছাদললের নেতাকর্মীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সাবের আহম্মদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট আবদুর রহমান, সাধারন সম্পাদক মাহবুব আলমগীর হোসেন আলো, ভিপি সহিদুল ইসলাম কিরন, ভিপি জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান হাফিজ, জাহাঙ্গীর আলম কালা, সামসুদ্দোহা মিঠু, চয়ন, সুফল।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।