স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে নোয়াখালীর সেনবাগে ইমাম হোসেন (২০) নামে এক যুবককে জেল জরিমানার দণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আনোয়ার পাশা তাঁর কার্যালয়ে আদালত বসিয়ে ওই যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও একহাজার টাকা জরিমানা; অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোক্তার হোসেন জানান, উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের সোনাকান্দি গ্রামের মো: মানিকের ছেলে ইমাম হোসেন ও তার সহযোগীদের নিয়ে ছাতারপাইয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সালমা আক্তার, সনিয়া আক্তার ও তাদের সঙ্গীদের স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করত। গতকাল সকালেও তাঁরা স্কুলে যাওয়ার পথে ইমাম ও তাঁর সহযোগীরা তাঁদের উত্ত্যক্ত করে।
স্কুলের পক্ষ থেকে থানায় বিষয়টি অবহিত করার পর পুলিশ ঘটনাস্থল সোনাকান্দি গ্রামে গিয়ে ধাওয়া করে ইমাম হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে।
বিকেলে ইমাম হোসেনকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করলে ইউএনও মুহাম্মদ আনোয়ার পাশা ভ্রাম্যমান আদালত বসিয়ে ইমাম হোসেনের বিরুদ্ধে জেল ও জরিমানার আদেশ দেন। সাজার পর অভিযুক্তকে সেনবাগ থানায় রাখা হয়েছে। শুক্রবার তাকে নোয়াখালী কারাগারে পাঠানো হবে।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।