খবর পেয়ে চরজব্বার থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
স্থানীয় লোকজন ও ঘটনাস্থল থেকে জনতা বাজার ক্যাম্পের হাবিলদার হুমায়ুন কবির জানান, সোমবার রাত আড়াইটার দিকে বনদস্যু নাছির কমাণ্ডার বাহিনীর ২০/২৫ জন সশস্ত্র ক্যাডার চরবাশারে হামলা চালায়। এসময় তারা মুন্সিয়া চোরা ও মিয়া সিকদার বাহিনীর ইউনিট কমান্ডার গিয়াস উদ্দিনের বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি ও এলোপাতাড়ি কুপিয়ে জখম করতে থাকে। শোর চিৎকারে আশাপাশে লোকজন এগিয়ে আসলে নাসির বাহিনীর ক্যাডাররা পালিয়ে যাবার সময় ঘরে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে, গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে ৬ জন মারা যায়। আহত হয় টিপু (২৮) ও সেলিম (৩০) নামে দুইজন। তাদের অবস্থা আশংকাজনক।
খবর পেয়ে গতকাল মঙ্গলবার ভোর ৫টার হাতিয়ার নঙ্গলিয়ার চরের জনতা বাজার ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। নিহত ছয় জনের লাশ উদ্ধার করে। তন্মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেলেও আগুনে পুড়ে যাওয়ায় একজনের এবং বহিরাগত হওয়ায় একজনের পারিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরী একটি রিভলবার, একটি একনলা বন্দুক এবং ৫টি গুলির খোসা উদ্ধার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে চরজব্বার থানা থেকে অতিরিক্ত ফোর্স সেখানে পৌঁছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে থাকলেও পুলিশ কাউকে গ্রেফতার কিংবা আহতদের উদ্ধার করতে পারেনি।
এনিয়ে যোগাযোগ করা হলে সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) আ ফ ম নিজাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৌরসভা নির্বাচনের কারণে পুলিশের স্বল্পতা রয়েছে। তবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
- আবু নাছের মঞ্জু