সর্বশেষ

নোয়াখালীতে বিএনপির ডাকা হরতাল পালিত

পৌরসভা নির্বাচনে কেন্দ্র দখলের প্রতিবাদে বুধবার নোয়াখালীতে বিএনপি’র ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্নভাবে পালিত হয়েছে। 
বিএনপি কর্মীরা জেলা শহরের সোনাপুর, দত্তেরহাট, পৌর বাজার, পাঁচ রাস্তার মোড়, বড় সমজিদ মোড় ও মহিলা কলেজ রোডসহ বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে অবস্থান করলেও আইনশৃংখলা বাহিনীর কড়া অবস্থান ও টহলের কারনে তারা প্রধান সড়কে পিকেটিং করতে পারেনি। শহরের বেশিরভাগ দোকনপাট এবং সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। জেলার সেনবাগ ও কবিরহাটেও স্বতস্পূর্ত হরতাল পালিত হয়েছে।

সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি’র কেন্দ্রিয় যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে নোয়াখালী জেলা শহরে বিশাল একটি মিছিল বের হয়ে প্রধান সড়ক ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক প্রদক্ষিণ করে। এরপর প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে মো. শাহজাহান গত মঙ্গলবারের পৌর নির্বাচন ৮৮ সালের ভোট ডাকাতির নির্বাচনকেও হার মানিয়েছে বলে অভিযোগ করেন। তিনি নোয়াখালীর পৌরসভার সবকয়টি কেন্দ্রের ভোট বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানান। বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হারুনুর রশিদ আজাদ প্রতিপক্ষের প্রতি অভিযোগ করে বলেন-আমার ব্যাপক জনসমর্থন দেখে তারা পরিকল্পিতভাবে সবগুলো কেন্দ্র দখলে নিয়ে ভোট ডাকাতি করেছে।
শাসক দলের বিরুদ্ধে ভোটকেন্দ্র দখলের অভিযোগে মঙ্গলবার ঘোষণা দিয়ে নোয়াখালী ও সেনবাগ পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচন বর্জন করেছিলেন। এদিন দুপুরে বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহানের জেলা শহরের বাসায় সংবাদ সম্মেলন করে ওই দুই পৌরসভায় পুনরায় নির্বাচনের দাবিতে বুধবার পুরো জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয়া হয়েছিল। এরই মধ্যে নির্বাচন কমিশন সেনবাগের সবগুলো কেন্দ্রের এবং নোয়াখালী পৌরসভার ২৫টির মধ্যে ১৭টি কেন্দ্রের ভোট স্থগিত করে দিয়েছে। কিন্তু পুরো দাবি না মানায় ঘোষণা অনুযয়ী বিএনপি জেলা শহরে হরতাল পালন করে।
এদিকে বিকেলে বৃহত্তর নোয়াখালীতে স্বতস্পূর্তভাবে হরতাল পালনের জন্য বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান দলের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগনের প্রতি কৃতঞ্জতা জ্ঞাপন করেন।

আবু নাছের মঞ্জু
১৯.১.২০১১

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.