সর্বশেষ

কবিরহাট পৌরসভার স্থগিত কেন্দ্রে নির্বাচন আগামী ৯ মার্চ

নোয়াখালীর কবিরহাট পৌরসভা নির্বাচনে স্থগিত হয়ে যাওয়া ভোট কেন্দ্রের নির্বাচন আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। কবিরহাট সরকারি কলেজ নামে (এক নম্বর ওয়ার্ড) ওই কেন্দ্রটিতে গত ১৮ জানুয়ারি নির্বাচন চলাকালে অনিয়মের অভিযোগে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল।
কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এবং রিটার্নিং কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, নির্বাচন কমিশন থেকে আগামী ৯ মার্চ নির্বাচন অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক করে তাঁকে চিঠিতে জানানো হয়েছে। সেই প্রেক্ষিতে তিনি গণ বিজ্ঞিপ্তির মাধ্যমে বিষয়টি পৌর এলাকায় প্রচারের ব্যবস্থা করছেন।

কবিরহাট পৌরসভার মোট নয়টি ভোট কেন্দ্রের মধ্যে আটটি কেন্দ্রের ফলাফল ঘোষনা করা হয়েছিল। ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী জহিরুল হক রায়হান (দেয়াল ঘড়ি) এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন তিন হাজার ৭৪২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি’র ফখরুল ইসলাম দুলাল (আনারস) পেয়েছেন তিন হাজার ৫৯৪ ভোট। এই পৌরসভার স্থগিত কেন্দ্রের ভোটার সংখ্যা ১৩৩০ জন। প্রতিদ্বন্ধী দুই প্রার্থীর ভোট ব্যবধানের তুলনায় স্থগিত কেন্দ্রের ভোট বেশি হওয়ায় কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি। একই সাথে ১ নম্বর ওয়ার্ডের সাধারন কাউন্সিলর এবং ১,২ ও ৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত নারী কাউন্সিল পদের ফলাফল ঘোষনা করা যায়নি।

এদিকে কবিরহাট, নোয়াখালী ও সেনবাগ এই তিনটি পৌরসভায় আওয়ামীলগি সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে ভোটকেন্দ্র দখল, জালভোট দেওয়াসহ বিভিন্ন অনিয় সহিংসতার অভিযোগে বিএনপি সমর্থিত প্রার্থরা ভোট বর্জনের ঘোষনা দিয়েছিলেন। পরদিন ওই দলের আহ্বানে পুরো জেলায় সকাল সন্ধ্যা হরতাল পালন করা হয়েছিল।

  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.