নোয়াখালীর চাটখিলে দুর্বৃত্তদের গুরিতে মো. হাসান(৪৮) নামে একজনের মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে।
হাসানের চাচা আবু তাহের বাদী হয়ে সোমবার চাটখিল থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত তিন ব্যক্তিকে আসামী করা হয়েছে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুল হক এ তথ্য জানান।
রোববার রাতে উত্তর রাম নারায়নপুর গ্রামে নিজ বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসা ছিলেন হাসান। এসময় মটর সাইকেলযোগে তিনজন মুখোশধারী দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়।
সাথে সাথে ঘাড়ে ও পিঠে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান হাসান। এই ঘটনার সময় ওই এলাকায় বিদ্যুত না থাকায় স্থানীয় লোকজন কোনকিছু বুঝে উঠার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
রাতেই হাসানের লাশ উদ্ধার করে চাটখিল থানায় নিয়ে যায় পুলিশ। সেখান থেকে সোমবার ময়না তদন্তের জন্যে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত হাসান উত্তর রামনারায়নপুর গ্রামে মৃত সালামত উল্লাহর ছেলে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুল হক বলেন, ‘নিহত হাসান লক্ষীপুরের দত্তপাড়ায় ২০০৪ সালে দুই জন পুলিশ সদস্যকে হত্যা মামলার আসামী ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে লক্ষীপুর সদর ও চাটখিল থানায় হত্যা, ডাকাতিসহ ছয়ের অধিক মামলা রয়েছে। এর বাইরে আরো কয়েকটি মামলায় ইতিমধ্যে সে সাজাও ভোগ করেছিল।’
কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে পুলিশ তা নিশ্চিত হতে পারছেনা। তবে আন্ত:কোন্দল অথবা প্রতিশোধ হিসেবে প্রতিপক্ষ এই হত্যাকান্ড ঘটাতে পারে বলে ধারণা ওসির ধারণা।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
প্রধান পাতা
চলতি সংবাদ
ফলোআপ।। নোয়াখালীতে দুর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামী নিহত থানায় মামলা\ লাশ মর্গে প্রেরণ
ফলোআপ।। নোয়াখালীতে দুর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামী নিহত থানায় মামলা\ লাশ মর্গে প্রেরণ
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।