সর্বশেষ

নোয়াখালীর উপকূলীয় এলাকার জলদস্যু বাহিনী প্রধান মুন্সিয়া নিজের ভায়াটে দস্যুদের হাতে খুন

নোয়াখালীর উপকূলীয় এলাকার জলদস্যু বাহিনী প্রধান আব্দুল মালেক (৪৮) প্রকাশ মুন্সিয়া খুন হয়েছেন। হাতিয়া উপজেলার চর কালামে রোববার গভীর রাতে নিজের ভাড়াটে দস্যুরা তাকে কুপিয়ে হত্যা করে। এ সময় কেরানী আবদুল মান্নান নামে অপর এক দস্যু গুরুতর আহত হন। হাতিয়া থানা পুলিশ সোমবার সকাল দশটার দিকে নিহত মুন্সিয়ার লাশ উদ্ধার করে। এ সময় গ্রেপ্তারকৃত আবদুল মান্নানকে পুলিশী পহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
নোয়াখালী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এ.এসপি) আ.ফ. ম নিজাম উদ্দিন জানান, ইলিশের মৌসুমকে সামনে রেখে নদীতে নিজের একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে মুন্সিয়া চট্টগ্রামের অপর একটি জলদস্যু দলের সদস্যদের নিজ আস্তানায় নিয়ে আসেন। ভাগবাটোয়ারা নিয়ে রোববার রাতে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে ভাড়াটে দস্যুরা মুন্সিয়াকে কুপিয়ে হত্যা করে। এরপর দস্যুরা মালামাল ও অস্ত্রসস্ত্রসহ আস্তানা থেকে সরে পড়ে।

এএসপি নিজাম উদ্দিন বলেন, ‘জলদস্যু বাহিনী প্রধান মুন্সিয়ার বিরুদ্ধে হত্যা, অপহরণ, ধর্ষণ, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে হাতিয়াসহ অন্যান্য থানায় অসংখ্য মামলা রয়েছে। এরমধ্যে ১১টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সে, একটি তদন্তাধীন এবং বেশকিছু মামলা বিচারাধীন রয়েছে’।


  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.