নোয়াখালী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এ.এসপি) আ.ফ. ম নিজাম উদ্দিন জানান, ইলিশের মৌসুমকে সামনে রেখে নদীতে নিজের একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে মুন্সিয়া চট্টগ্রামের অপর একটি জলদস্যু দলের সদস্যদের নিজ আস্তানায় নিয়ে আসেন। ভাগবাটোয়ারা নিয়ে রোববার রাতে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে ভাড়াটে দস্যুরা মুন্সিয়াকে কুপিয়ে হত্যা করে। এরপর দস্যুরা মালামাল ও অস্ত্রসস্ত্রসহ আস্তানা থেকে সরে পড়ে।
এএসপি নিজাম উদ্দিন বলেন, ‘জলদস্যু বাহিনী প্রধান মুন্সিয়ার বিরুদ্ধে হত্যা, অপহরণ, ধর্ষণ, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে হাতিয়াসহ অন্যান্য থানায় অসংখ্য মামলা রয়েছে। এরমধ্যে ১১টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সে, একটি তদন্তাধীন এবং বেশকিছু মামলা বিচারাধীন রয়েছে’।
- আবু নাছের মঞ্জু