সর্বশেষ

নোয়াখালীর এওজবালিয়া ইউনিয়নে উন্মুক্ত মঞ্চে ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

নোয়াখালীর এওজবালিয়া ইউনিয়নে উন্মুক্ত মঞ্চে ২০১১-১২ অর্থবছরের ৮৫ লাখ ৮০ হাজার ৩৯৮ টাকার বাজেট ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নবাসীর সম্মুখে এ বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব নুরুল আমিন। পরে বাজেটের উপর উপস্থিত ইউনিয়নবাসীর বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন চেয়ারম্যান মো: শাহজাহান।

উন্নয়ন সংগঠন এনআরডিএস ও ইটিইএ ফাউন্ডেশন- স্পেন এর সহযোগিতায় এওজবালিয়া ইউনিয়নের উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান, এডভোকেট শিহাব উদ্দিন শাহিন। এওজবালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোস্তফা জামান, ইটিইএ ফাউন্ডেশন-স্পেন এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিকেলা এক্সেরেঞ্জি, এনআরডিএস’র প্রধান সমন্বয়কারী আবদুল আউয়াল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক প্রতিনিধি নুর আলম, নারী প্রতিনিধি শাহানাজ বেগম, পান্না। অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে কর্মরত সরকারি বিভিন্ন বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গতঃ উন্নয়ন সংস্থা এনআরডিএস ও ইটিইএ ফাউন্ডেশন-স্পেন এর সহযোগিতায় এওজবালিয়া ইউনিয়ন পরিষদে জনঅংশগ্রহণমূলক বাজেট প্রণয়নের লক্ষ্যে ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে মাসব্যাপী পর্যালোচনা সভার মাধ্যমে জনমতামত নেয়া হয়। পরে চূড়ান্ত বাজেটটি উপস্থাপনের পূর্বে বই আকারে ইউনিয়নবাসীর মধ্যে সরবরাহ করা হয়।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.