এ উপলক্ষ্যে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য ও নির্যাতন দূর করার দাবিতে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন রচনা করা হয়। সকাল ১০টায় নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও বেসরকার উন্নয়ন সংস্থা এনআরডিএস আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে বিআরডিবি মিলনায়তনে অধ্যাপক শিরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উন্নয় সংগঠক আবদুল আউয়াল, নূরুল আলম মাসুদ, অধ্যাপক মাহমুদুর রহমান, এডভোকেট এমদাদ হোসেন কৈশর, সাংবাদিক আবু নাছের মঞ্জু, আবুল কালাম, শামসুন্নাহার। বক্তারা সমাজের বিভিন্ন স্তরে নারীর ক্ষমতায়ন এবং নারী পুরুষ সমতা নিশ্চিত করার প্রতি গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে নারী জাগরণমূলক সংগীতানুষ্ঠান ও নারী নির্যাতন প্রতিরোধ আইনের মাধ্যমেই সম্ভব শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
৮ মার্চ উপলক্ষ্যে এনআরডিএস পারিবারিক সম্পদে নারীর সমঅধিকারের দাবিতে পোস্টার প্রকাশ ও বিতরণ করে ।