সর্বশেষ

নোয়াখালীতে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে নিয়োজিত স্বেচ্চাসেবকদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান

সম্মাননা কেস্ট হাতে অতিথিদের সাথে নিরাপদ অভিবাসন প্রকল্পের স্বেচ্চাসেবকরা।
নোয়াখালীতে মাঠ পর্যায়ে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে নিয়োজিত স্বেচ্চাসেবকদের পুরস্কৃত করা হয়েছে।
ব্র্যাকের নিরাপদ অভিবাসন সহায়তা প্রকল্প শনিবার দুপুরে সংস্থার মাইজদী বাজার অফিসে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চিপ ইনস্ট্রাক্টর মো. দিদার হোসেন।
ব্র্যাকের জেলা প্রতিনিধি মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন নিরাপদ অভিবাসন সহায়তা প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মন্টুলাল পাল, দাবি প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক মো. নূর হক।

বক্তারা বলেন, নিরাপদ অভিবাসন, গ্রাম বাংলার উন্নয়ন এই; এই শ্লোগানকে সামনে রেখে ব্র্যাক অভিবাসন প্রকল্পের মাঠ পর্যায়ে স্বেচ্চাসেবকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের সেই অবদানকে এই পুরস্কারের মাধ্যমে কিছুটা হলেও স্বীকৃতি দেয়া হলো।

অনুষ্ঠানে মাঠ পর্যায়ে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে সহায়তার জন্য স্বেচ্চাসেবকদের মধ্যে আলম হোসেন, বিল্লাল হোসেন, আজগর হোসেন ও সোয়াইফ উদ্দিনকে সম্মাননা কেস্ট প্রদান করা হয়।

  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.