নোয়াখালীতে ইউনিপে টু ইউ’র বিরুদ্ধে প্রতারণার দায়ে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং হাতিয়ে নেয়া অর্থ ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন |
নোয়াখালীতে এমএলএম এ কোম্পানীটি ইউনিপে টু ইউ’র বিরুদ্ধে প্রতারণার দায়ে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং হাতিয়ে নেয়া অর্থ ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।
শনিবার বেলা ১২টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিষ্ঠানটির ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে স্থানীয় জেলা শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইউনিপে টু ইউ কেন্দ্রীয় সভাপতি মো: সরওয়ার মোর্শেদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বখতিয়ার, নির্বাহী সদস্য মামুনুর রশিদ, বৃহত্তর নোয়াখালী জেলা সভাপতি ইয়াসিন আরাফাত, সহ-সভাপতি অপু রায়, সাধারণ সম্পাদক হাফিজ আবদুল আলিম প্রমুখ।
বক্তারা বলেন, নোয়াখালীতে ইউনিপে টু’র বাইশশ গ্রাহক রয়েছে। এসব গ্রাহকদের কাছ থেকে ১২ কোটি টাকা হাতিয়ে নেয়া হয়েছে। বিনিয়োগকৃত টাকা ফেরৎ না পেয়ে অনেকে আত্মহত্যার পথ বেঁচে নিয়েছে। দায় দেনার ভয়ে কেউ কেই পরিবার পরিজন রেখে দেশে বিদেশে পালিয়ে বেড়াচ্ছে। ইউনিপে টু ইউ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিষদের অনেকের নামে বিভিন্ন থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। সংবাদ সম্মেলনে ইউনিপে টু ইউ’র এমডি মুনতাসির হোসেন ইমন, মনজুর এহসান মিঠু, তাহের, জামসেদ, জলিম, শাখাওয়াতের বিচার দাবি করা হয়।
- আবু নাছের মঞ্জু