নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ায় শুক্রবার রাতে এক ব্যবসায়ীকে পিটিয়ে নগদ টাকা ও সোনার আংটি মোবাইল ফোন সেট নিয়ে গেছে সন্ত্রাসীরা। আহত মোঃ নূরনবী (২৪) বেজুগালিয়া গ্রামের আজহার উদ্দিনের বড় ছেলে। আশংকাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, হাতিয়ার বিভিন্ন বাজারে চাল পাইকারিতে চাল সরবরাহ করেন নূরনবী। মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে প্রতিদিনের ব্যবসায়ীদের থেকে সংগ্রহীত টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে বেজুগালিয়া খাসেরহাট বাজারে ছাইফুল বাসার সহ ৮-১০ জন স্বশস্ত্র সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা নবীকে লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে তার থেকে নগত ৫০ হাজার টাকা ও ২টি সোনার আংটি ও মোবাইল ফোন সেট সহ প্রায় ৮০ হাজার টাকার মালামাল লুটে নেয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাতিয়া থানার ওসি মোক্তার হোসেন জানিয়েছেন, এ ব্যপারে মামলা দাখিলের প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে, হাতিয়ার বিভিন্ন বাজারে চাল পাইকারিতে চাল সরবরাহ করেন নূরনবী। মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে প্রতিদিনের ব্যবসায়ীদের থেকে সংগ্রহীত টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে বেজুগালিয়া খাসেরহাট বাজারে ছাইফুল বাসার সহ ৮-১০ জন স্বশস্ত্র সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা নবীকে লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে তার থেকে নগত ৫০ হাজার টাকা ও ২টি সোনার আংটি ও মোবাইল ফোন সেট সহ প্রায় ৮০ হাজার টাকার মালামাল লুটে নেয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাতিয়া থানার ওসি মোক্তার হোসেন জানিয়েছেন, এ ব্যপারে মামলা দাখিলের প্রস্তুতি চলছে।