এ সময় আবুল খায়েরের স্মৃতিচারণ করেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্যা ভিপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার নুরুল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আলম, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় সাধারন সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবদুর রহিম, কোম্পনীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি খিজির হায়াৎ খান, বেগমগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার আবুল হোসেন বাঙ্গালী, জেলা জেএসসি সাধারন সম্পাদক অ্যাডভোকেট কাউসার নিয়াজী, শিক্ষাবীদ অধ্যাপক মমিনুল হক।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কমকর্তার উপস্থিতিতে পুলিশের একটি চৌকশ দল মুক্তিযোদ্ধা আবুল খায়েরের প্রতি রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে। এ সময় তাঁর কফিন জাতীয় পতাকায় আচ্ছাদিত ছিল। আনুষ্ঠানিকতা শেষে চৌমুহনী পৌরসভার গনিপুরে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
জেএসডি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, নোয়াখালী জেলা শাখার সভাপতি, বেগমগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডের প্রাক্তন কমান্ডার ও নাট্য ব্যক্তিত্ব আবুল খায়ের বিএ (৬৫) মঙ্গলবার দুপুরে ইন্তেকাল করেন।
- আবু নাছের মঞ্জু