সর্বশেষ

নোয়াখালীতে কবি, আবৃত্তি শিল্পী ও সংবাদিক রিমনের স্মরণ সভা

জাতীয় কবিতা পরিষদ নোয়াখালীর প্রাক্তন সাধারণ সম্পাদক, কবি, আবৃত্তি শিল্পী ও সংবাদিক নূর সেলিনা আক্তার রিমনের অকাল মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নোয়াখালী প্রেসক্লাবে অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবিতা পরিষদের জেলা সভাপতি এমদাদ হোসেন কৈশোর, সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী, উন্নয়ন সংস্থা প্রানের প্রধান নির্বাহী নুরুল আলম মাসুদ, সাংবাদিক আবু নাছের মঞ্জু,  জামাল হোসেন বিষাদ, ফয়জুল ইসলাম জাহান, কবি ম. পানাউল্যা, কবি হাবিব ইমন, কবি ডমিনিক ক্যাডেট, অ্যাডভোকেট নিজাম উদ্দিন আজাদ।
বক্তারা জেলার সাংস্কৃতিক অঙ্গণের প্রিয়মুখ রিমনের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
নুর সেলিনা আক্তার রিমন ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ১২ অক্টোবর রাজধানী ঢাকায় মারা যান। এরপর লক্ষীপুর জেলার রায়পুরে তাকে দাফন করা হয়।

  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.