সর্বশেষ

নোয়াখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও সমাবেশ

লোকসংবাদ
২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস উপলক্ষ্যে শনিবার জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও উন্নয়ন সংগঠন নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি-এনআরডিএস নোয়াখালী বিআরডিবি মিলনায়তনে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। “চাই নিরাপদ ঘর, নিরাপদ সমাজ- বন্ধ করি নারীর প্রতি সহিংসতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধনে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার প্রায় দেড়শ প্রতিনিধি অংশ নেয়।
মানববন্ধন শেষে বিআরডিবি মিলনায়তনে নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপিকা শিরিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন এনআরডিএস এর নির্বাহী প্রধান আবদুল আউয়াল, ঘরণীর নির্বাহী প্রধান পপি রহমান, গবেষক মাহমুদুল হক ফয়েজ, প্রান এর নির্বাহী প্রধান নুরুল আলম মাসুদ, নারী নেত্রী রওশন আক্তার লাকী, অ্যাডভোকেট কল্পনা রাণী দাস, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশোর, যায় যায় দিন এর নোয়াখালী প্রতিনিধি আবু নাছের মঞ্জু, আমার সংবাদ এর সম্পাদক জামাল হোসেন বিষাদ প্রমুখ।
পরে নারী জাগরণী গান ও নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধমূলক নাটিকা পরিবেশ করে এনআরডিএস এর সদস্যবৃন্দ।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.