লোকসংবাদ
২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস উপলক্ষ্যে শনিবার জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও উন্নয়ন সংগঠন নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি-এনআরডিএস নোয়াখালী বিআরডিবি মিলনায়তনে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। “চাই নিরাপদ ঘর, নিরাপদ সমাজ- বন্ধ করি নারীর প্রতি সহিংসতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধনে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার প্রায় দেড়শ প্রতিনিধি অংশ নেয়।
মানববন্ধন শেষে বিআরডিবি মিলনায়তনে নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপিকা শিরিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন এনআরডিএস এর নির্বাহী প্রধান আবদুল আউয়াল, ঘরণীর নির্বাহী প্রধান পপি রহমান, গবেষক মাহমুদুল হক ফয়েজ, প্রান এর নির্বাহী প্রধান নুরুল আলম মাসুদ, নারী নেত্রী রওশন আক্তার লাকী, অ্যাডভোকেট কল্পনা রাণী দাস, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশোর, যায় যায় দিন এর নোয়াখালী প্রতিনিধি আবু নাছের মঞ্জু, আমার সংবাদ এর সম্পাদক জামাল হোসেন বিষাদ প্রমুখ।
পরে নারী জাগরণী গান ও নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধমূলক নাটিকা পরিবেশ করে এনআরডিএস এর সদস্যবৃন্দ।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
প্রধান পাতা
চলতি সংবাদ
নোয়াখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও সমাবেশ
নোয়াখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও সমাবেশ
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।