নোয়াখালী সাংবাদিক ইউনিটির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সহসভাপতি এনটিভি’র নোয়াখালী প্রতিনিধি মো. মাসুদ পারভেজকে সম্প্রতি এনটিভি কর্তৃপক্ষ স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি দেওয়ায় নোয়াখালী সাংবাদিক ইউনিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে ইউনিটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিটির সভাপতি ও সময় টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি সাইফুল্যাহ কামরুল।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ থানায় সদ্য যোগদানকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আহসানুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে মো. মাসুদ পারভেজকে ইউনিটির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় বক্তব্য রাখেন, ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক জনকন্ঠের নোয়াখালী প্রতিনিধি গিয়াস উদ্দিন ফরহাদ, প্রতিষ্ঠাতা সদস্য এম জি বাবর, সহসভাপতি মোহাম্মদ শাহ জামাল, যুগ্ম সম্পাদক মো. জামাল উদ্দিন, কোষাধ্যক্ষ প্রদীপ কুমার সেন।
সভায় বক্তারা মাসুদ পারভেজকে তাঁর কর্মের স্বীকৃতি সরূপ পদোন্নতি দেওয়ায় এনটিভি’র চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং এই পদোন্নতি মাসুদ পারভেজের পেশাগতকাজে আরো সফলতা বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
প্রধান পাতা
চলতি সংবাদ
এনটিভি’র নোয়াখালী প্রতিনিধি মাসুদ পারভেজকে স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি দেয়ায় নোয়াখালী সাংবাদিক ইউনিটির সংবর্ধনা
এনটিভি’র নোয়াখালী প্রতিনিধি মাসুদ পারভেজকে স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি দেয়ায় নোয়াখালী সাংবাদিক ইউনিটির সংবর্ধনা
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।