সর্বশেষ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৫ ও ২৬ ডিসেম্বর

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের A গ্রুপের ভর্তি পরীক্ষা আগামী ২৫ ডিসেম্বর ২০১২ মঙ্গলবার সকাল ১১.৩০ থেকে ১.০০টায়, B গ্রুপের ভর্তি পরীক্ষা আগামী ২৬ ডিসেম্বর ২০১২ সকাল ১১.৩০ থেকে ১২.৩০টা এবং C গ্রুপের ভর্তি পরীক্ষা আগামী ২৬ ডিসেম্বর ২০১২ বুধবার বিকেল ২.৩০ থেকে ৩.৩০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও নোয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। এ বছর ১৪টি বিভাগের ৮৬০টি আসনের বিপরীতে সর্বমোট ২০,০৬৪ জন প্রার্থী আবেদন করে। ভর্তি পরীক্ষা আসন-বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানার জন্য ০১৭১১২৮৪৯১০ এবং ওয়েব সাইট www.nstu.edu.bd যোগাযোগ করা যাবে।
পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরুর ২০ মিনিট পূর্বে তার নির্ধারিত হলে প্রবেশ করতে এবং প্রত্যেক পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষার দিন HSC বা সমমান এর মূল রেজিস্ট্রেশন কার্ডের দুই কপি সত্যায়িত ফটোকপি এবং দুই কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সঙ্গে আনতে বলা হয়েছে।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.