স্ব-শাসিত স্থানীয় সরকারব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতি প্রণয়ন- এর দাবিতে দেশব্যাপী প্রচারাভিযানের অংশ হিসেবে গত ১২ জানুয়ারী ২০১৩ তারিখে নোয়াখালীর বিজয়মঞ্চ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গভার্নেস এডভোকেসি ফোরাম ও এনআরডিএস এর যৌথ আয়োজনে উক্ত মানববন্ধনে জেলার সাংবাদিক, আইনজীবী, মানবাধিকারকর্মী, উন্নয়নকর্মী, স্থানীয় সরকার প্রতিনিধি সহ বিভিন্ন পেশার প্রতিনিধি অংশগ্রহণ করেন।
মানববন্ধনের আগে আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী মানবাধিকার জোটের সদস্য সচিব এডভোকেট গোলাম আকবর, প্রান এর নির্বাহী প্রধান নূরুল আলম মাসুদ, উন্নয়নকর্মী আনোয়ার হোসেন, সাংবাদিক আবদুস শাকুর হান্নান প্রমুখ।
বক্তার তাদের বক্তব্যে সংবিধানের চতুর্থ ভাগের ৩য় পরিচ্ছেদ-: স্থানীয় সরকার অংশের ৫৯ নং অনুচ্ছেদ এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবি সহ সরকারে ক্রমাগত ক্ষমতা কেন্দ্রীভূত করার মানসিকতা পরিহারের জোর দাবি জানান।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
প্রধান পাতা
চলতি সংবাদ
রাজনৈতিক সংবাদ
political-news
স্ব-শাসিত স্থানীয় সরকারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন
স্ব-শাসিত স্থানীয় সরকারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।