জামাল হোসেন বিষাদ
শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনের অন্যতম সংগঠক ব্লগার রাজীবের হত্যার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ নোয়াখালী।
শনিবার বিকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে গণজমায়েত, মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহর মাইজদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শহরের প্রধান সড়কের টাউন হল মোড়ে দ্বিতীয় দফায় মানববন্ধন করা হয়। এরপর পুনরায় মিছিলটি উন্নয়ন সংগঠক নুরুল আলম মাসুদ, কবি ও সাংবাদিক জামাল হোসেন বিষাদ, আবু নাছের মঞ্জু, প্রণব আচার্য্য, কামাল হোসেন মাসুদের নেতৃত্বে নোয়াখালী প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।
এসময় তরুণদের এ সমাবেশে বক্তব্য রাখেন আবু নাছের মঞ্জু ও নুরুল আলম মাসুদ। এসময় তরুণদের - ‘আমরা সবাই রাজীব হবো, রাজীব হত্যার বদলা নিবো, খুন করে আন্দোলন বন্ধ করা যাবে না, হুমকি দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, আইন করে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ কর’ মুহুর্মুহু শ্লোগানে প্রকম্পিত হয় জেলা শহর।
সমাবেশে সংহতি জানান জেলা জেএসডির এডভোকেট কাওসার নিয়াজী, জেলা জাসদের এডভোকেট আজিজুল হক বকশী এবং বাসদ (মাহবুব) এর এ্যাডভোকেট শ্যামল কান্দি দে এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাবেক জেলা সভাপতি ফখরুল ইসলাম।
সমাবেশ শেষে আগামিকাল সন্ধ্যায় রাজীবের স্মরণে নোয়াখালী প্রেসক্লাব চত্বরে মোমবাতি প্রজ্বলন কর্মসূচী ঘোষণা করা হয়।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।