লোকসংবাদ প্রতিবদেন
নোয়াখালীর সেনবাগ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার হাতে খুন হয়েছে চাচা। শুক্রবার সকাল ৭টার দিকে ছাতারপাইয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি গাবতল মিজি বাড়ির মৃত আজহার আলীর ছেলে আবুল খায়ের (৫৫)।
পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মাটি কাটার টুকরি নিয়ে আবুল খায়ের সাথে তাঁর আপন ভাতিজা হেদায়েত উল্যা ও মোহাম্মদ উল্যার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হেদায়েত ও মোহাম্মদ উল্যা চাচাকে মারধর করে। তাদের আঘাতে ঘটনাস্থলেই চাচা আবুল খায়ের মারা যায়। পরে বাড়ির অন্যান্য লোকজন এগিয়ে আসলে দুই ভাই পালিয়ে যায়। মৃত আজহারের পরিবারের লোকজন ও স্থানীয়রা সেনবাগ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ থানায় নিয়ে যায়।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান আলী আবুল খায়ের খুন হওয়ার খবর নিশ্চিত করে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাতিজার হাতে চাচা খুন হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
#
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।