লক্ষ্মীপুর প্রতিনিধি:
গ্রাহকদের হয়রানি, অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে লক্ষ্মীপুর এসএ পরিবহণের দু’কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, জেলার এসএ পরিবহণের সাবেক ম্যানেজার নুরের রহমান ও পার্সেল সহকারী রবিউল হোসেন দীর্ঘদিন থেকে কিছু গ্রাহকের অর্থ ও মালামাল আত্মসাৎ করে আসছে। এভাবে একাধিক প্রতারণার ঘটনায় বর্তমান ম্যানেজার বাদী হয়ে সদর থানায় নুরের রহমান ও রবিউল হোসেনের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা দায়ের করেন। বিকেলে তাদের এসএ পরিবহণ জেলা শাখা থেকে আটক করে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
এ ব্যাপারে জেলার এসএ পরিবহণের বর্তমান ম্যানেজার মঞ্জুরুল মুর্শিদ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
তাদের বিরুদ্ধে একাধিক গ্রাহক হয়রানি ও প্রতারণার অভিযোগ রয়েছে।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
প্রধান পাতা
চলতি সংবাদ
লক্ষ্মীপুরের সংবাদ
lakshmipur-news
লক্ষ্মীপুরে এসএ পরিবহণের দু’কর্মকর্তা গ্রেপ্তার
লক্ষ্মীপুরে এসএ পরিবহণের দু’কর্মকর্তা গ্রেপ্তার
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।