নোয়াখালীতে হরতালে পিকেটাররা জেলা শহরের প্রধান সড়কে টায়ারে আগুন দিয়ে যান চলাচলে বাধা সৃস্টি করে। জেলা শিল্পকলা একাডেমির সামনের সড়কে একটি মটরসাইকেল ভাংচুর করা হয়।
সকাল ৮টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র হারুনুর রশিদ আজাদের নেতৃত্বে মাইজদীতে মিছিল বের করে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। শহরে রিক্সা-বাইসাইকেল ছাড়া ভারি কোন যানবাহন চলাচল করছে না। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহবুবুর রশীদ জানিয়েছেন, হরতালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ও বিজিবি টহল দিচ্ছে। এখনও পর্যন্ত জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মঙ্গলবার রাত থেকে আজ সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ বিএনপি ও জামায়াত-শিবিরের ৩৭ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ। আটককৃতদের মধ্যে বিএনপির ১০ জন, জামায়াতের ১৫ জন এবং ছাত্র শিবিরের ১২ জন নেতাকর্মী রয়েছেন।
পুলিশের অভিযানে দলীয় নেতাকর্মীদের আটকের পর বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের অভিযোগ করেছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ আজাদ। তিনি বলেন, বিরোধী দলের আন্দোলনকে স্তব্ধ করার জন্য সরকার পুলিশী অভিযান চালাচ্ছে।
আবু নাছের মঞ্জু
২৭.০৩.২০১৩
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
প্রধান পাতা
চলতি সংবাদ
রাজনৈতিক সংবাদ
political-news
নোয়াখালীতে হরতালে টায়ারে আগুন দিয়ে যানবাহন চলাচলে বাধা \ মটররসাইকেল ভাংচুর \ আটক ৩৭
নোয়াখালীতে হরতালে টায়ারে আগুন দিয়ে যানবাহন চলাচলে বাধা \ মটররসাইকেল ভাংচুর \ আটক ৩৭
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।