সর্বশেষ

নোয়াখালীতে হিন্দুদের ওপর হামলার সাথে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও সামবেশ

নোয়াখালীর রাজগঞ্জে হিন্দুদের বাড়িঘর-মন্দিরে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের সাথে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দেয়া হয়েছে।  বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনে হিন্দু ধর্মালম্ভীদের সাথে সংহতি প্রকাশ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় হিন্দু, বৌদ্ধ, খিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুধীর রঞ্জন সাহার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ডা. এবিএম জাফর উল্যাহ, জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনাম সেলিম, হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদের সেক্রেটারী বিনয় কিশোর রায়, নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি বাবুুল কান্তি মজুমদার।

মানবন্ধনে ও সমাবেশ শেষে প্রশাসকের কাছে স্মারক লিপি দেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ প্রদান করেন।

ছবি ক্যাপশন-নোয়াখালীর রাজগঞ্জে হিন্দুদের বাড়িঘর-মন্দিরে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের সাথে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন।


  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.