সর্বশেষ

নোয়াখালীর সোনাইমুড়িতে র‌্যাবের সাথে সংঘর্ষের ঘটনায় ছয়শ জনের বিরুদ্ধে মামলা, গুলিবিদ্ধ পথচারীর মৃত্যু, ১৪৪ ধারা জারি

নোয়াখালীর সোনাইমুড়িতে শুক্রবার দিনভর সড়ক অবরোধ করে র‌্যাব-পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় র‌্যাব বাদী হয়ে জামায়াত শিবিরের ছয়শ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হুমায়ুন কবির জানিয়েছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) কুমিল্লা জোনের উপ সহকারী পরিচালক(ডিএডি) জসিম বাদী হয়ে শুক্রবার রাতে মামলাটি দায়ের করে। মামলায় হামলা, ভাংচুর ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ আনা হয়েছে বলে জানান ওসি।
এদিকে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ পথচারি কোরবান আলী (২৮) শনিবার ভোরে মারা গেছেন। মুটবি এলাকায় পকে গুলিবিদ্ধ অবস্থায় শুক্রবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। 

সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা বেগম জানিয়েছেন, উপজেলা সদরে শুক্রবার বিকেল ৫টা থেকে জারি করা ১৪৪ ধারা বলবৎ রয়েছে।


  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.