সর্বশেষ

নোয়াখালীর রাজগঞ্জের সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় ৩৪ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড

নোয়াখালী রাজড়ঞ্জে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা, ভাংচুর-লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তারকৃত ৩৪ জনের বিরুদ্ধে পুলিশের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।  সোমবার ৩ নং আমলী আদালতের মো. রায়হানুল ইসলামের এই আদেশ দেন। আদেশে গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ জনের ৫ দিন করে এবং ২৮ জনের একদিন করে রিমান্ড দেয়া হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আহসানুল ইসলাম জানান, যুদ্ধাপরাধ মামলায় গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলাওয়ার হোসান সাঈদীর ফাঁসির রায় ঘোষনার বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নে হিন্দুদের বাড়িঘর-মন্দিরে হামলা, ভংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদি হয়ে ৭১ জনকে এজাহারভূক্ত এবং অজ্ঞাত আরো ১৫০০ থেকে ২০০০ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়। ঐ মামলায় গ্রেফতারকৃতদের মধ্যে ৩৪ জনের ১০ করে রিমান্ড চাওয়া হলে আদালত এজাহারভূক্ত ৬ জনের ৫ দিন করে এবং অপর ২৮ জনের একদিন করে রিমান্ড দেন।

একই মামলায় গ্রেপ্তারকৃত রাজগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানুর রশিদকে ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করা হয় মঙ্গলবার।


  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.