সর্বশেষ

এসএসসি পরীক্ষার ফলাফলে নোয়াখালীর দুইটি শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা শিক্ষা বোর্ডের মেধা তালিকায় শীর্ষে

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ১৭ তম এবং নোয়াখালী জিলা স্কুল ১৮ তম স্থান অধিকার করেছে।

জেলা শিক্ষা অফিসার কাজি মো. সলিম উল্লা জানিয়েছেন, বেগমগঞ্জ পাইলট হাই স্কুল থেকে ১১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে। পাশ করেছে শতভাগ। এরমধ্যে বিজ্ঞান বিভাগে ৫৫ জন ও ব্যাবসা বাণিজ্য বিভাগ থেকে ১০ জন সহ ৫৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
নোয়াখালী জিলা স্কুল থেকে ২৭৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে  পাশ করেছে ২৭০জন । এরমধ্যে ৯৮ জন বিজ্ঞান বিভাগে ও ব্যবসা বানিজ্য বিভাগে ২ জনসহ ১০০ জন জিপিএ-৫ পেয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানে পাশের হার ৯৭.১২ ভাগ।

ছবি ক্যাপশন:  নোয়াখঅলী- শিক্ষকদের সাথে নোয়াখালী জিলা স্কুলের জিপিএ-৫ পাওয়া কৃতি ছাত্ররা।


  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.