সর্বশেষ

নোয়াখালীতে নকল ঔষধের কারখানা থেকে এক ট্রাক ঔষধসহ আটক ৩ জন

নোয়াখালীতে উদ্ধারকৃত নকল, ভেজাল ও অবৈধ ঔষধ - লোকসংবাদ
লোকসংবাদ প্রতিবেদন
নোয়াখালী জেলা শহরের মাইজদী হাউজিং এষ্টেট থেকে শনিবার এক ট্রাক নকল, ভেজাল ও অবৈধ ঔষধ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নকল ঔষধের কারখানার ব্যবস্থাপনা পরিচালক সহ তিনজনকে আটক করেছে পুলিশ। এরা হলেন- নকল ঔষধ প্রস্তুত ও বিপননকারী প্রতিষ্ঠান আকসা ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আক্তার হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক মাহবুবল আলম ও প্রহরি জহির উদ্দিন।
পুলিশ সুপার আনিসুর রহমান (এসপি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার হাউজিং এষ্টেটের ৪নং সড়কের জান্নাত ভবনে অবস্থিত আকসা ফার্মা লিমিটেড নামে নকল ঔষধের কারখানায় অভিযান চালায় পুলিশ। এ সময় উত্তেজক ও শিশুদের ভিটামিনসহ ২২ প্রকার নকল, ভেজাল ও অবৈধ ঔসধের সন্ধান পাওয়া যায়। এরপর কারখানায় সিলগালা করে সেখান থেকে একট্রাক নকল ঔষধসহ ৩জনকে আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে সুধারাম থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসপি।
  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.