সর্বশেষ

নোয়াখালীতে একুশের আবৃত্তি অনুষ্ঠান

লোকসংবাদ প্রতিনিধি:
‘স্মৃতির মিনার ফুলে ফুলে ঢাকা, ফুলের পাপড়ি যেন রক্ত করবী আঁকা’ এই স্লোগান নিয়ে নোয়াখালীতে মহান একুশে স্মরণে আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনস্থ মুক্তিযুদ্ধের বিজয় মঞ্চে অনুষ্ঠানটির আয়োজন করে উপকূল সাহিত্য-সংস্কৃতি আন্দোলন (উসান্দো)।
অনুষ্ঠানের একুশের বিভিন্ন কবিতা আবৃত্তির আলোচনা সভায় বক্তব্য রাখেন নোয়াখালীর আঞ্চালিক গানের দিক্পাল অধ্যাপক মো. হাসেম, নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির প্রধান নির্বাহী আবদুল আউয়াল, উসান্দোর সাধারণ সম্পাদক নুরুন নাহার জেসমিন ও অধ্যাপক শিরিন আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করে উসান্দোর সাহিত্য সম্পাদক কামরুন নাহার রীনা।


  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.